
ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে গাজা উপত্যকার শিক্ষাব্যবস্থা চরম সংকটে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যকারী সংস্থা (UNRWA) জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার ৭০ শতাংশের বেশি বিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে।
UNRWA-এর এক বিবৃতিতে জানানো হয়, গাজার প্রায় ৮৮ শতাংশ বিদ্যালয় পুনর্নির্মাণ বা বড় ধরনের সংস্কারের প্রয়োজন। এর মধ্যে রয়েছে ১৬২টি UNRWA পরিচালিত বিদ্যালয়, যেখানে আগে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পাঠ গ্রহণ করত।
সংস্থাটি জানায়, “গাজায় শিক্ষা যুদ্ধের এক বিশাল ক্ষতিগ্রস্ত ক্ষেত্র হয়ে উঠেছে।” যুদ্ধের কারণে গাজায় লাখ লাখ শিশু বাস্তুচ্যুত, মানসিকভাবে বিপর্যস্ত এবং শিক্ষাবঞ্চিত হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে UNRWA।
চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দেয়।
অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) একটি মামলা চলমান রয়েছে।