ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে পুত্র সজীব ওয়াজেদ জয়ের দিল্লি সফর নয়াদিল্লি

জ্যেষ্ঠ: প্রতিবেদক
জুন ১১, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতে অবস্থান করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এবং ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গত ৬ জুন শুক্রবার জয় নয়াদিল্লিতে পৌঁছান। তার পরদিন ছিল মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদ তিনি তার মায়ের সঙ্গেই উদযাপন করেন। যদিও এই সফরকে পারিবারিক বলা হচ্ছে, তবুও জুলাইয়ের গণ-আন্দোলনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর এটি ছিল শেখ হাসিনার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ—যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাসপোর্ট ইস্যু ও ভারত সফরের পটভূমি
সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আগে তিনি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করে দেয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান এবং সম্প্রতি মার্কিন পাসপোর্ট হাতে পেয়েছেন।

পাসপোর্ট পাওয়ার কিছুদিন পর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়। আগে ধারণা করা হয়েছিল, তিনি মাস কয়েক পরে ভারতে আসবেন। তবে সবকিছু এগিয়ে এনে তিনি গত সপ্তাহেই সফরটি সম্পন্ন করেন। দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। সেখানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন বলে জানা গেছে।

গোপন নিরাপত্তা ব্যবস্থাপনা
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, জয়কে আনুষ্ঠানিক ভিভিআইপি প্রটোকল না দিলেও, তার আগমন ও অবস্থান ছিল অত্যন্ত গোপনীয় ও নিরাপদ। পুরো বিষয়টি পরিচালনা করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তার আওতায়।

এদিকে, শেখ হাসিনার কন্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করলেও ভাই-বোনের সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

রাজনৈতিক আলোচনা ও কলকাতা সফরের গুঞ্জন
আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, জয় মূলত মায়ের সঙ্গে পারিবারিক সময় কাটাতে এসেছেন। তবে রাজনৈতিক আলোচনাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ভারত থেকেই আওয়ামী লীগের দলীয় কাজে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন না।

একসময় শোনা গিয়েছিল, তিনি কলকাতা সফরেও যেতে পারেন, যেখানে অনেক প্রাক্তন আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, আইনজীবী, সাবেক পুলিশ কর্মকর্তা অবস্থান করছেন। তবে ভারতের নিরাপত্তা সূত্র বলছে, এবার তার কলকাতা সফরের কোনো পরিকল্পনা নেই।

স্বল্পমেয়াদী ভারত অবস্থান
সূত্রগুলো জানিয়েছে, সজীব ওয়াজেদ জয় ভারতে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করছেন না। তিনি আগামী কয়েক দিনের মধ্যেই দেশ ত্যাগ করতে পারেন।

তবে, এই সফর শুধু পারিবারিক সীমায় আবদ্ধ নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান বাংলাদেশের রাজনীতি, প্রবাসী আওয়ামী লীগ নেতাদের তৎপরতা এবং ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই সফরের রয়েছে গুরুত্বপূর্ণ কৌশলগত ইঙ্গিত।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.