
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ১২ জন জেলে আটক
রতন আলী মোড়ল বিশেষ প্রতিবেদক
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণ থেকে বিরত না থাকায়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন জেলেকে আটক করেন জাজিরা উপজেলা প্রশাসন।
শনিবার ১৯/১০/২০২৪ খ্রিষ্টাব্দ ভোর ৫ টা থেকে বেলা ১০টা পর্যন্ত মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে পদ্মা নদীতে অভিযান /মোবাইল কোট পরিচালনা করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে পদ্মা নদী থেকে ১২ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের ৯ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও ২ জনকে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পদ্মা নদী থেকে উদ্ধারকৃত ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন আমরা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন জেলে আটক করেছি অপ্রাপ্ত বয়স হওয়ায় কারণে কয়েকজনকে ছেড়ে দিয়েছি এবং উদ্ধারকৃত ইলিশ মাছগুলো জাজিরার বিভিন্ন এতিম খানায় ও মাদরাসা গুলোতে বিতরণ করেছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীর বলেন মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে জেলেদের সতর্কতা জারিসহ বিভিন্ন হাটবাজারে মনিটরিং করছি আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।
এ সময়ে নদীতে অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সুলাইমান সহকারী কমিশনার ভূমি। জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীর ও কর্মচারীবৃন্দ প্রমূখ।