
প্রতিবেদন সূত্র : রয়টার্স
মো: মোয়াজ্জেম হোসেন, বিশেষ প্রতিবেদক
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার এক দিন পরই রাজনীতি থেকে দূরে থাকতে ইলন মাস্ককে পরামর্শ দিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, মাস্কের বরং নিজ কোম্পানি পরিচালনার দিকেই মনোযোগী হওয়া উচিত।
গত শনিবার টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিলের বিরোধিতায় এ সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। তার দাবি, এ বিল দেশকে দেউলিয়াত্বের পথে ঠেলে দেবে।
এর পরদিন, রোববার, সিএনএনের জনপ্রিয় টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এ অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “মাস্কের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সম্ভবত চাইবে, তিনি যেন রাজনীতি থেকে দূরে থাকেন।”
তিনি আরও বলেন, “আমার ধারণা, পরিচালনা পর্ষদ মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা পছন্দ করেনি। তারা চাইবে মাস্ক যেন রাজনীতি নয়, বরং ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও মনোযোগ দেন।”
বেসেন্টের মতে, মাস্কের নেতৃত্বে থাকা সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) ভোটারদের মাঝে জনপ্রিয়তা পেলেও, মাস্ক নিজে সে অর্থে জনপ্রিয় নন।
এদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান আজোরিয়া পার্টনার্স টেসলার সঙ্গে একটি নতুন যৌথ তহবিল গঠনের কথা ভাবছিল। তবে মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসার পর তারা সেই উদ্যোগ স্থগিত করেছে। তাদের মতে, রাজনৈতিক সক্রিয়তা মাস্কের টেসলা সিইও হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।