ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া ৫০ হাজার কোটি টাকা, বিশেষ বন্ড ইস্যু করার পরিকল্পনা 

GlobalNation
নভেম্বর ৫, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া ৫০ হাজার কোটি টাকা, বিশেষ বন্ড ইস্যু করার পরিকল্পনা 

অর্থনীতি ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানিখাতে সরকারের বকেয়া রেকর্ড পরিমাণ বেড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে গতবছরের আগস্ট থেকে এবছরের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎখাতে বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৪৫ হাজার কোটি টাকা। যা এখাতে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দের চেয়েও ৩০ শতাংশ বেশি বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা।

প্রতিমাসে বিদ্যুৎখাতে সরকারের বকেয়া হিসাবে ৩,৫০০ – ৪,০০০ কোটি টাকা নতুন করে যুক্ত হলেও – রাজস্ব আহরণ কম হওয়ায়, অর্থ মন্ত্রণালয় প্রতি মাসে পরিশোধ করতে পারছে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা। ফলে বকেয়ার পরিমাণ দিন দিন আরও বাড়ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

তিনি বলেন, বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধের অংশ হিসেবে ৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড জারির পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়, যা অন্তত কিছু বকেয়ার চাপ কমাবে বলে আশা করা হচ্ছে।

সরকারের কাছে সবচেয়ে বড় অংকের বকেয়া রয়েছে ভারতের আদানি গ্রুপের, যার পরিমাণ (৮৪০ মিলিয়ন) ৮৪ কোটি ডলার– বা প্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি।

তবে আদানির বকেয়া পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার। গত জুলাই থেকে এপর্যন্ত কোম্পানিটির ২০৪ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার। এরমধ্যে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার ও চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে ১০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

তারপরও আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে সরকারের কিছু করার নেই বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের অনেকগুলো উৎসের একটা হচ্ছে আদানি পাওয়ার, আর বর্তমান সরকার এসব সরবরাহকারীকে বিশেষ কোনো প্রতিশ্রুতি দিয়ে আসেনি।’

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, আগামী দুই বছরের মধ্যে জ্বালানিখাতের বকেয়া বিল ‍শুন্যে নামিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে – পেট্রোবাংলা ও বিপিসি প্রতিমাসের বিলের সমপরিমাণের তুলনায় – বাড়তি কিছু অর্থ পরিশোধ করছে পাওনাদারদের। কিন্তু, রাজস্ব আহরণে নেতিবাচক প্রবৃদ্ধির কারণে বিদ্যুৎখাতের বকেয়া কমানোর একইরকম কোন পরিকল্পনা করতে পারছে না অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুতের বকেয়া পরিশোধের জন্য গতমাসে ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে, যা দিয়ে গত অর্থবছরের আগস্ট মাসের বকেয়ার কিছু অংশ পরিশোধ হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎখাতে ভর্তুকি বাবদ ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও – রাজস্ব আহরণ কমে যাওয়ার কারণে পুরোটা ছাড় করতে পারবে না অর্থ মন্ত্রণালয়। পুরো অর্থবছরে ২০ থেকে ২২ হাজার কোটি টাকা পরিশোধ করা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাকিটা বকেয়াই থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ টিবিএসকে বলেন, ”বিদ্যুৎখাতের বকেয়ার যে পাহাড় জমেছে, তার সল্যুশন (সমাধান) আমার কাছে নেই। খুবই বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। একদিক সামলাতে অন্যদিকে হাত দিলে, সেদিকেও অনেক সমস্যা।’

তিনি বলেন, বকেয়া ভর্তুকি কমাতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে অর্থ সাশ্রয় করে এখাতে দেওয়া যেতে পারে। আবার বিদ্যুৎখাতে যথেষ্ঠ অপচয়, অপব্যয় ও দুর্নীতি আছে, সেগুলো কমাতে হবে।

‘এই মুহূর্তে ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না, মূল্যস্ফীতিও অনেক বেশি। তাই বকেয়ার চাপ কমাতে— কোনমতেই বিদ্যুতের দাম বাড়ানো উচিত হবে না। বরং রাজস্ব আহরণ বাড়াতে জোর দিতে হবে’ – তিনি যোগ করেন।

বকেয়া কমানোর পরিকল্পনা

বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধের অংশ হিসেবে ৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়,  ইতোমধ্যে যার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই এই বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যুৎখাতের বকেয়া পরিশোধের জন্য গত অর্থবছর প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু, কম সুদের এসব বন্ড নিতে আগ্রহী হয় না ব্যাংকগুলো। কারণ অনেক ব্যাংকে তারল্য সংকট রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখন ৫ হাজার কোটি টাকার বন্ড ছাড়া হবে। এছাড়া, বাজেট থেকে প্রতি মাসে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা ছাড় করা হবে।

অন্যদিকে, শেভরনের সরবরাহ করা গ্যাসের বিলসহ এলএনজি আমদানি ও জ্বালানি তেল আমদানির বকেয়ার পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন ডলার, টাকার অংকের যার পরিমাণ প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে জ্বালানি তেল আমদানির বকেয়ার পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার, শেভরনের পাওনা ১২০ মিলিয়ন ডলার ও এলএনজি আমদানির বকেয়ার পরিমাণ প্রায় ১১০ মিলিয়ন ডলার।

কর্মকর্তারা বলেন, এসব দেনা কমাতে অন্তর্বর্তীকালীন সরকার এসে শেভরনের বকেয়া পরিশোধ বাড়িয়েছে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘বর্তমান সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল ২.৮ বিলিয়ন ডলার। সেটা কমে বর্তমানে ১.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রভাবিত না করে— আমরা বকেয়া পরিশোধ করব।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণসহ বিভিন্ন উপায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় করা হয়েছে। এখন বকেয়া পরিশোধে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, সেটা রিজার্ভ থেকে নয়। এটাও সবাইকে বিচার করতে হবে যে, বৈদেশিক মুদ্রার উৎস রপ্তানি, রেমিট্যান্স রাতারাতি বাড়িয়ে ফেলা যাবে না। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা পাওনাদারদের দিচ্ছি।’

বিদ্যুৎ উৎপাদনে বকেয়ার প্রভাব

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-র ওয়েবসাইটে দেওয়া ৪ নভেম্বরের তথ্য অনুযায়ী, দেশের ১৭৭টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে বন্ধ রয়েছে। এদিন ৫৫টি বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদন করেনি।

কয়লার আমদানির ডলার জোগাড় করতে না পারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে।

দেশে ৭টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৭ হাজার মেগাওয়াট। কিন্তু কয়লার অভাবে পুরোপুরি সক্ষমতা ব্যবহার করতে না পারায় বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় অর্ধেক।

চলমান কয়লা–সংকটের কারণে গত ৩১ অক্টোবর থেকে পুরোপুরি বন্ধ আছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর ২৭ অক্টোবর থেকে রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বরগুনার আমতলী এলাকার ৩০৭ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ আছে, যা জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহকে প্রভাবিত করছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। কয়লার অভাবে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ থাকছে। আর দুটি ইউনিট থেকে ২২০ থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.