
ব্রাজিলিয়ান তারকা নেইমার ও সৌদি প্রো লিগের দল আল হিলাল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছে। ক্লাবের হয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার ভোরে এক্স-এ এক পোস্টে আল হিলাল জানায়, “আল হিলাল ও নেইমার জুনিয়র পারস্পরিক সমঝোতার ভিত্তিতে খেলোয়াড়ের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।”
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর চোট পান। এরপর থেকে তিনি পুরোপুরি ফর্মে ফিরতে পারেননি।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ৯০ মিলিয়ন ইউরো (৯৮ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন নেইমার। তবে তিনি ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন।
ব্রাজিলিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাচ্ছেন। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এবার তিনি আবার সেখানেই ফিরছেন।
উল্লেখ্য, নেইমারের নামের সাথেই জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার সময় ২২২ মিলিয়ন ইউরো (২৩২ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফি দিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েন।
চোটের কারণে আল হিলালে খুব বেশি সময় খেলার সুযোগ পাননি নেইমার। ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচে অংশ নেওয়ার পরই তার সৌদি আরবের এই অধ্যায় শেষ হলো।