
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলার সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে নবগঠিত কমিটির সকলে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ। এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নবাগত আহবায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন) সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, বিএম মোস্তাফিজ, আক্তার হোসেন রাড়ী, জাকির হোসেন তপাদার।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক তালুকদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আকন, পৌরসভার সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক, শিমুল তালুকদার, উপজেলা ছাত্রদলের রহিম সেখ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এসময় হাবিবুর রহমান তালুকদার (রতন) বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, ত্যাগী ও পরিশ্রমী এবং বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শরীয়তপুর-৩ আসনের আগামী দিনের কান্ডারী মিয়া নুর উদ্দিন অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।