
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা বিএনপি’র নবাগত আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব হাবিবুর রহমান তালুকদার রতন।
১ এপ্রিল মঙ্গলবার মধ্যাহ্ন ভোজের পরে ভেদেরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়হক হাবিবুর রহমান তালুকদার রতন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি তার নিজ বাসভবনে বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে, দেশের অব্যাহত সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার লক্ষ্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে এমপি হিসেবে বিজয়ী করার জন্য ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। এর পূর্বে তিনি ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন।