
পাকিস্তান ও ভারতের মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল, শুক্রবার এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, প্রতিবেশী এই দুই দেশ একে অপরের সঙ্গে বিষয়টি মিটিয়ে নেবে।
“কাশ্মীরে তারা হাজার বছর ধরে লড়াই করছে,” এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন। “সেই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা চলছে। তারা এটা কোনো না কোনোভাবে ঠিক করে নেবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে, তবে সেটা সব সময়ই ছিল।”
যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কিনা, তখন তিনি সরাসরি কোনো উত্তর দেননি, তবে বলেন যে তিনি ভারত ও পাকিস্তান—উভয়ের সঙ্গেই “ঘনিষ্ঠ”, এবং তিনি দুই দেশের নেতাকে চেনেন।
মঙ্গলবার ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হাতে ২৬ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় পর্যটক এবং একজন স্থানীয় ব্যক্তি ছিলেন।
নয়াদিল্লি এই ঘটনাকে একটি “সন্ত্রাসী হামলা” হিসেবে অভিহিত করে এবং এটিকে “সীমান্ত পারাপারের সঙ্গে সংশ্লিষ্ট” বলে দাবি করে, পাকিস্তানের ওপর হামলাকারীদের সহায়তার অভিযোগ তোলে।
তবে ইসলামাবাদ এই হামলার দায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, বলে যে তারা “উদ্বিগ্ন”, এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
এরপর নয়াদিল্লি একতরফাভাবে দীর্ঘদিনের ইন্দাস পানিচুক্তি স্থগিত করে, যার আওতায় দুই দেশ ইন্দাস অববাহিকার ছয়টি নদীর পানির ভাগ বণ্টন করে থাকে।
বৃহস্পতিবার পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলে, এই পানিবণ্টন চুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয়, একতরফাভাবে স্থগিত করার কোনো সুযোগ নেই। পাকিস্তান সতর্ক করে জানায়, ভারত যদি পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ বা রূপান্তরিত করার চেষ্টা করে, তবে সেটিকে “যুদ্ধের কাজ” হিসেবে গণ্য করা হবে।
দুই দেশ একে অপরের নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে এবং সামরিক উপদেষ্টা বহিষ্কার করেছে, এছাড়া ইসলামাবাদ ভারতের বিমানসংস্থাগুলোর জন্য আকাশপথও বন্ধ করে দিয়েছে।