
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য ইরান প্রস্তুত রয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে তিনি লেখেন,”ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে আবদ্ধ। অন্যান্য প্রতিবেশীদের মতো তারাও আমাদের অগ্রাধিকারভুক্ত।”
তিনি আরও বলেন,
“এই কঠিন সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে আমাদের সুসম্পর্ক কাজে লাগিয়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে ইরান প্রস্তুত রয়েছে।”
বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে ইরানের এই আহ্বান ইতিবাচকভাবে গৃহীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ভারত ও পাকিস্তান—দুই দেশের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।