
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন তালুকদার এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৫ এপ্রিল সকাল ৯ টায় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন কারা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতাসম্পন্ন হয়।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন তালুকদার ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।