
পুলিশ ও শিক্ষার্থীর মা জানায়, গত শুক্রবার কৈলাইলের নয়াকান্দা এলাকায় শিশুটির নানা বাড়িতে তার মা’র সাথে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যাবে বলে মাকে জানায় ওই শিক্ষার্থী।
দুপুর সাড়ে ১২ টায় বাড়িতে ফিরে কান্না করে। এসময় তাঁর মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার জামা কাপড়ে ধুলো দেখিয়ে ঘটনাটি জানায়। খেলার স্থল থেকে মানিক নামের এক কৃষক শিশুটিকে মজা (চকলেট) কিনে দিবে বলে ডেকে নেয়। এরপর পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুটি চিৎকার দিলে কৃষক মানিক দৌড়ে পালিয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় মেয়েটির মা তাঁর বাবার বাড়ির স্বজনদের সহায়তায় নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বিকেল ৫টায় মানিককে তাঁর বাড়ি নয়াকান্দা হতে আটক করে। মানিক ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করলে সেই মামলায় মানিককে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) আজগর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে প্রেরণ করা হবে।