
শরীয়তপুর গোসাইরহাটে মিত্রসেনপট্রি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক আন্তঃসত্বাসহ একই পরিবারের তিনজনকে জখমের অভিযোগে গোসাইরহাট থানায় মামলা হয়েছে। উপজেলার মিত্রসেন পট্রি গ্রামের মৃত আকমত আলী বেপারীর ছেলে মো. আবুল বেপারী বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে গোসাইরহাট থানায় মামলা করেন।
আসামিরা হলেন, মিত্রসেনপট্রি কাদের সিকদারের ছেলে মিজান সিকদার, রাজ্জাক সিকদার ও ছোবাহান সিকদার এবং তার দুই ছেলে আসিফ সিকদার ও আতিকুল সিকদার,মিজান, ও জয়নাল বেপারীর ছেলে শফিক ও নাছির বেপারী।আলাউদ্দিন সিকদারের ছেলে লোকমান সিকদার ও তার ছেলে রোকন সিকদার মুন্না সিকদার,মৃত গেদাই বেপারীর ছেলে জনু বেপারী।
মিত্রসেন পট্রি গ্রামের মৃত আকমত আলী বেপারীর ছেলে মো. আবুল বেপারী মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সে কারণে প্রায় তার তাকে হুমকি দিতেন আসামিরা।
বৃহস্পতিবার পৌরবাসষ্টান্ডে আবুল বেপারীর ছেলে রিয়াদ বেপারীর সাথে কাদের সিকদারের ছেলে ছোবাহানের সাথে বাকবিতন্ডা হয় এরপরে একপর্যায়ে তা সংঘাতে সৃষ্টি হলে ছোবাহানের ছেলে আসিফ ও আতিকুল,মিজান, ও জয়নাল বেপারীর ছেলে শফিক ও নাছির বেপারীসহ, ৮-১১ জন মিলে রড শাবাল দিয়ে এলোপাতারি মারপিট করে আহত করে আমার ছেলের চিৎকার শুনে আমার মেয়ে ৪ মাসের আন্তঃসত্বা রিয়ামনি আসলে তাকেও রড শাবাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খবর পেয়ে স্ত্রী কুলছুম বাতিজা ছায়েম ও রিয়াদ বেপারী ছুটে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে এবং বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। সে সময় তার ভাই নিষেধ করলে আরও ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা এরপরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম জানান, এবিষয়ে আবুল বেপারী একটি মামলা দিয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।