
জাজিরা হাসপাতালে সেবা বিঘ্নিত চিকিৎসক সংকট দুই জন চিকিৎসক দিয়ে চলছে সেবা
মোক্তার হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরায় প্রায় ৪০০ রোগীকে সেবা দিচ্ছেন দুই জন ডাক্তার রোগীদের ভোগান্তির শেষ নেই।
অদ্য ২৪/০৬/২০২৫ইং তারিখে সকাল ১১ ঘটিকার সময় জাজিরা হাসপাতালে গিয়ে দেখা যায় যে, দীর্ঘ লাইন । প্রতিদিন প্রায় ৪০০ রোগী হাসপাতালে সেবা নিতে আসে । কিন্তুু ডাঃ রয়েছেন দুই জন এর মধ্যে একজন গাইনী ডাক্তার রয়েছেন।
হাসপাতালে আসা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু । শিশুদের জ্বর ঠান্ডা বিভিন্ন রোগ নিয়ে শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা। কিন্তু শিশুদের দেখার জন্য রয়েছেন একজন ডাক্তার ।
এ বিষয়ে রোগীর অভিভাকদের কাছে জানতে চাইলে তারা ভোরের সংবাদকে বলেন সেই সকাল থেকেই হাসপাতালে এসে লাইনে দাড়িয়ে রয়েছি ঘন্টারপর ঘন্টা আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার রয়েছেন মাত্র দুইজন এর মধ্যে একজন গাইনী ডাক্তার । এভাবে তো একটি হাসপাতাল চলতে পারে না মাঝে মাঝে এসে জরুরী বিভাগে ডাক্তার পাওয়া যায়না ফার্মাসিষ্ট যে থাকে তারাই চিকিৎসা প্রদান করেন ফোন করে ডাক্তারকে আনতে হয়। গাইনী ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুধু মহিলা রোগী দেখি বাচ্চা বা অন্যান্য রোগী দেখি না বাচ্চাদের দেখে অন্য ডাক্তার।
উল্লেখিত বিষয়ে জাজিরা হাসপাতালের দায়িত্বর কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রোমান বাদশার কাছে ডাক্তারের অপ্রতুলতার কথা জানতে চাইলে তিনি মুঠুফোনে জানান যে, আপনি সিভিল সার্জনের সাথে কথা বলুন আমাদের ডাক্তার অপ্রতুল একজন ডাক্তারকে আবার জেলায় নিয়ে গিয়েছে আমাদের কিছু করার নেই এভাবেই চিকিৎসা দিতে হচ্ছে।
উক্ত বিষয়ে শরীয়তপুর জেলার সিভিল সার্জন এর কাছে জানতে চাইলে তিনি ভোরে সংবাদ কে বলেন যে, আমাদের সব জায়গায় ডাঃ কম রয়েছে জাজিরায় তবুও ডাঃ আছে গোসাইর হাটে রয়েছে একজন ডাক্তার আমরা উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি শীঘ্রই ডাক্তারের সমস্যা সমাধান হয়ে যাবে।