
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উদ্যোগে দুটি পৃথক অভিযানে জাল নোট ও আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বেলা ৩টার সময় জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস এম শফিকুল ইসলাম।
জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানের নির্দেশনায় গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) শাখা এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের দুইটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, গোয়েন্দা পুলিশের একটি দল বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিংমলের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে বিভিন্ন মূল্যমানের মোট ২,৯৮,২০০ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করে।
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক মোড়ে স্থাপিত একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ একজন অস্ত্রধারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানা এবং টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।