
ঢাকায় প্রতিবাদ মিছিল থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি’র ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় এলাকায় সমাবেশ করে দলটি।
এর পর মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও মোড় পর্যন্ত যায় তারা।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। আমরা যদি কার্য্কর পদক্ষেপ না নেই, যদি জাতিসংঘ পদক্ষেপ না নেয়- ইজরায়েলিদের এই অত্যাচার চলতেই থাকবে।”
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকার নীরব রয়েছে।
‘‘আমাদের দেশে একটা সরকার আছে..যে নামে ডাকেন না কেনো, সরকারের কাছ থেকে ফিলিস্তিনিদের সম্পর্কে এখনো আওয়াজ পাইলাম না কেনো?” প্রশ্ন করেন মি. রায়।
ফিলিস্তিন পরিস্থিতির পেছনে ‘ইন্দো-মার্কিন ষড়যন্ত্রকে’ দায়ী করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে আজকে ফিলিস্তিনি জনগণ গণহত্যা, নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না।”