
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় জেলা শ্রমিক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ফরিদপুর বিভাগীয় অর্থ সম্পাদক মানিক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ফরিদপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশা।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শাকিল আকন। সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক জুয়েল মৃধা, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা আফজাল হোসেন তালুকদার।
গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার চৌকিদার, সাধারণ সম্পাদক জয়নাল সিকদার, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নড়িয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রিপন মীর।
ডামুড্যা পৌর শ্রমিক দলের প্রস্তাবিত আহবায়ক, মিরাজ সিকদার (ব্লু), আবদুস সাত্তার রাড়ি, মোঃ বাদল ছৈয়াল, মোঃ রুবেল সিকদার, সোহাগ মিজি সহ জেলা, পৌরসভা, উপজেলা, থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।